বকশীগঞ্জে করোনা প্রতিরোধে ইউএনও সহ স্বেচ্ছাসেবক কর্মীদের অভিযান

S M Ashraful Azom
বকশীগঞ্জে করোনা প্রতিরোধে ইউএনও সহ স্বেচ্ছাসেবক কর্মীদের অভিযান

সেবা ডেস্ক: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন স্বেচ্ছাসেবক সংগঠন বকশীগঞ্জ সচেতন নাগরিক ঐক্য । বকশীগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন সংগঠনটি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আ স ম জমশেদ খোন্দকারের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে বকশীগঞ্জ সদর হাট বাজারে আসা পথচারীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্ধুদ্ধকরণ এবং সড়কে চলাচল করা মোটর বাইক ও অটো রিক্সা, ভ্যান, ভারি যানবাহন থামিয়ে ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করাসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে তারা।

এছাড়াও বিভিন্ন বাজার ও শপিং কমপ্লেক্সে ব্যক্তিগত ও সামাজিক দূরত্ব না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি দোকানে ৮'৫০০ টাকা জরিমানা আদায় করাসহ উপজেলা নির্বাহী অফিসার এর তত্ত্বাবধানে হতদরিদ্রদের মাস্ক পরিয়ে দেয়া হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবক সংগঠন বকশীগঞ্জ সচেতন নাগরিক ঐক্য। করোনা ভাইরাস মোকাবিলায় কমিটি গঠন হওয়ার পর থেকেই জনসচেতনা বৃদ্ধিতে এই সংগঠনটি গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে যাচ্ছে।

উল্লেখ্য, এই কমিটির আহ্বায়ক হচ্ছেন মনিরুজ্জামান মনির ও যুগ্ম আহ্বায়ক হচ্ছেন জনপ্রিয় নেত্রী মাসুমা ইয়াসমিন স্মৃতি। দলমত নির্বিশেষে স্বেচ্ছায় কার্যক্রমে অংশ নেওয়া সচেতন নাগরিকদেরই এই কমিটির সদস্য করা হয়েছে।

এই কমিটির সদস্যরা লকডাউন নিশ্চিত করতে নিরালশভাবে কাজ করে যাচেছ। বিশেষ করে মনিরুজ্জামান মনির, মাসুমা ইয়াসমিন স্মৃতি, তৌহিদুজ্জামান, খন্দকার শামীম, শাহা মোহাম্মদ শান্ত, নুর জাহান, ফরহাদ হোসেন পলাশসহ অনেকেই মাঠে অত্যন্ত ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে সংগঠনের স্বেচ্ছাসেবকদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও মরণঘাতি এই ভাইরাস মোকাবিলায় প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে বলেও এসময় তারা জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top