ফিরে আসুন, বেঁচে থাকলে অনেক ঈদ আসবে: আইজিপি

S M Ashraful Azom
ফিরে আসুন, বেঁচে থাকলে অনেক ঈদ আসবে আইজিপি

সেবা ডেস্ক: বাংলাদেশে সরকারের নির্দেশনা অমান্য করে ঘরে ফেরা মানুষদের উদ্দেশ্য করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, আপনারা ফিরে আসুন, বেঁচে থাকলে অনেক ঈদ আসবে। প্রয়োজনে পুলিশ আপনাদের ফেরার ব্যবস্থা করবে।
মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে করোনাভাইরাস ও ঈদুল ফিতর নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সরকারি নির্দেশ উপেক্ষা করে ঈদে ঘরে ফেরা মানুষের ঢল দেখে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, এই মুহূর্তে ফেরিঘাটে ৩ নং সতর্ক সংকেত চলছে। এর মধ্যে অনেকে ফেরি ঘাটে ভিড় করছেন। নানা চোড়াই পথে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছেন। আমরা নৌপুলিশকে বলেছি এগুলো প্রতিহত করতে। যারা ফেরিঘাটে চলে গেছেন, তাদের বলবো ফিরে আসুন। প্রয়োজনে আপনাদের ফিরে আসার ব্যবস্থা পুলিশ করবে।

করোনা সংক্রমণ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারের নির্দেশ কেউ এবারের ঈদে বাড়ি ফিরবেন না, আমরা লক্ষ করছি অনেকেই নানা উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। কেউ কেউ পায়ে হেটেও যাচ্ছেন। এভাবে যাওয়ার ফলে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই বলবো, যেখানে আছেন, সেখানেই থাকেন। বেঁচে থাকলে অনেক ঈদ আসবে।

সবাইকে অনুরোধ করে পুলিশ প্রধান বলেন, এপ্রিল দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ২৩টা জেলা করোনামুক্ত ছিলো। কিন্তু যখনই লোকজন চলাচল বাড়িয়ে দিলো, তখনই পুরো দেশজুড়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যেখানে যেখানে চেকপোস্ট, থেমে যান। ফিরে আসুন। দয়া করে আপনি যেখানে আছেন, সেখানেই থাকেন।

করোনা সংক্রমণ এড়াতে শপিং সেন্টার কিংবা ঈদ জামাতে যতটা কম সম্ভব অবস্থানের পরামর্শ দেন তিনি।

ঈদ জামাত খোলা জায়গায় নয় উল্লেখ আইজিপি বলেন, ঈদের নামাজ মসজিদে পড়ুন। যতটা সম্ভব কম সময় থাকুন। বাসা থেকে সুরক্ষার সব প্রস্তুতি নিয়ে যাবেন। আর দয়া করে ঈদের দিন কেউ সাইটসিং এ যাবেন না। মার্কেটে এই দোকান, ওই দোকান ঘুরে শপিং না করে স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফিরে যান। অনাকাঙ্ক্ষিত চলাচল বন্ধে পুলিশ সার্বক্ষণিক কাজ করে চলেছে।

করোনা পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, অন্য দেশ কিভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করছে তা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা কপি পেস্ট করছি না। স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে গাইডলাইন দিচ্ছে আমরা সেভাবেই কাজ করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে (সোশ্যাল ওয়াচ) উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, আমরা নিয়মিত সোশ্যাল ওয়াচ করছি। কেউ যদি সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশবিরোধী প্রচারণা চালায়, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যম ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যমগুলোর প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এ ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান ড. বেনজীর আহমেদ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top