সাইক্লোন ‘আম্ফান’ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

S M Ashraful Azom
সাইক্লোন ‘আম্ফান’ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

সেবা ডেস্ক: বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্ফান’ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার এ কন্ট্রোল রুম চালু করে মন্ত্রণালয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় জরুরি ভিত্তিতে রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদফতরে কেন্দ্রীয়ভাবে (টেলিফোন নম্বর : ০২ ৯১২২৫৫৭) সার্বক্ষণিক এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় ‘আম্ফান’ সংশ্লিষ্ট বিভাগে ও উপকূলীয় ১৯টি জেলা তথা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি. নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুরের প্রাণিসম্পদ দফতরে সার্বক্ষণিক এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এদিকে ঢাকায় চালু করা কন্ট্রোল রুমে প্রাণিসম্পদ অধিদফতরের চার কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে দুর্যোগকালীন গবাদিপশুকে আশ্রয় কেন্দ্রে নেয়া নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে গবাদিপশুর যত্ন নেয়া, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা, গবাদিপশুর জন্য খাদ্য সহায়তা দেয়াসহ উদ্ভূত সমস্যা সমাধানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় ‘আম্ফান’ পরবর্তীতে গবাদিপশুর চিকিৎসা, ভ্যাকসিনেশন, খাদ্য সহায়তাসহ অন্যান্য কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে সমন্বয়েরও নির্দেশনা দেয়া হয়েছে। এরইমধ্যে কন্ট্রোল রুমের মাধ্যমে উপকূলীয় জেলাগুলোতে সাত হাজার গবাদিপশুকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top