
সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনার প্রভাবে সারাদেশে কর্মহীন ও দুস্থদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য আরো ৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ৪ কোটি ৭০ লাখ ত্রাণ হিসেবে বিতরণ ও এক কোটি ৬০ লাখ শিশু খাদ্য কিনতে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ৯ হাজার ৬০০ টন চালও বরাদ্দ দেয়া হয়েছে।
সম্প্রতি দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এ বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে আদেশ জারি করা হয়েছে।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মোট ৯১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা (শিশুখাদ্য কেনাসহ) ও এক লাখ ৭২ হাজার ৮১৭ টন চাল বরাদ্দ দেয়া হয়। ৬৪ জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য এ বরাদ্দ দেয়া হয়।
বরাদ্দের আদেশে উল্লেখ করা হয়, জেলা প্রশাসকরা দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এ বরাদ্দ বিতরণ করবেন এবং প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন৷ সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় বেশি সংখ্যক কর্মজীবী মানুষ বসবাস করেন বিধায় জেলা প্রশাসকদের বরাদ্দের ক্ষেত্রে সিটি কর্পোরেশন ও পৌর এলাকাকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে।