
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার চিকাশি বাজার এলাকায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ধুনট-জোড়শিমুল পাকা সড়কের পাশে চিকাশি মোড়ে বাজারের অবস্থান। ওই বাজারের আনোয়ারুল টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মহুর্তের মাধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই দোকানের আশপাশে অবস্থিত ফোরহাদ টেলিকম, সোনার বাংলা টেলিকম ও রনি হেয়ার কার্টিং নামে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠান গুলোর আসবাবপত্র, মালামাল ও নগদ অর্থসহ কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান গুলো থেকে কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।