বকশীগঞ্জে ঘূর্ণিঝড় আম্ফান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে ঘূর্ণিঝড় আম্ফান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাহাজাহান পারভেজ শাহীন,বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আখতারুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ।

আম্ফান মোকাবেলায় স্থানীয়দের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে প্রচার-প্রচারণা করা, ইমামদের মাধ্যমে মসজিদের মুসল্লিদের সচেতন করা হয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top