
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহসানুল কবির রতন তালুকদার (৬৫) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না.....রাজেউন)।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার চিথুলিয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মতিন মন্ডল, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হাতেমুজ্জামান তালুকদার, বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল, আলিমুদ্দিন হারুন মন্ডল, হায়দার আলী, মাহবুবুর রহমান ফিরোজ, মোখফিজুর রহমান বাচ্চু, হায়দার আলী হিন্দোল, এনামুল হক শাহীন, আপেল মাহমুদ, মাহবুব হোসেন চঞ্চল, আকতার আলম সেলিম, আফাজ উদ্দিন, আব্দুল কাইয়ুম টগর, ইউপি চেয়ারম্যান মঈনুল হাসান মকুল, আতিকুল করিম আপেল, সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জল, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, যুবদল নেতা আব্দুল হালিম, মাহমুদুল হাসান সুমন, আলফিজুর রহমান স্বপন ও ছাত্রদল নেতা আলম হাসান, রকিবুল হাসান রকি ও রাসেল মাহমুদ প্রমুখ।