ধুনটে ডেকারেটর ব্যবসায়ীদের আর্থিক সহয়তার আবেদন

S M Ashraful Azom
ধুনটে ডেকারেটর ব্যবসায়ীদের আর্থিক সহয়তার আবেদন

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় করোনা ভাইরাসের কারণে লকডাউন চলায় জনজীবন বিপর্যস্ত হয়েছে পড়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। কোনো কিছুই স্বাভাবিক ছন্দে চলছে না। বাদ পড়ার তালিকায় ঢুকে পড়েছে সব ধরনের অনুষ্ঠান। জমায়েত ছাড়া আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুষ্ঠান সংশ্লিষ্ট ডেকারেটর ব্যবসা।

এ ব্যবসার সঙ্গে জড়িত সকলেই ক্ষতির মুখে পড়েছেন লকডাউনের জেরে। টানা দুই মাস ধরে কোন কাজকর্ম নেই। তাই ডেকারেটর ব্যবসা সংশ্লিষ্ট পরিবারে চলছে নীরব দূর্ভিক্ষ। থমকে গেছে তাদের জীবনজীবিকা। অন্যসব ব্যবসায়ীদের মতো বিপাকে পড়েছেন ডেকারেটর মালিকরাও। এ কারনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের নিকট প্রনোদনার জন্য আবেদন করেছেন।

জানা গেছে, এ উপজেলায় ৫৫জন ডেকোরেটর ব্যবসায়ী রয়েছেন। করোনা ভাইরাসের কারনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশে সকল প্রকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। একই সঙ্গে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডেকোরেটরের দোকানগুলো বন্ধ রাখা হয়। এদিকে দীর্ঘ দিন ডেকোরেটর পণ্যের ভাড়া না থাকায় ব্যবসায়ীরা বিপর্যয়ের মুখে পড়েছেন।

এ অবস্থায় প্রতিটি দোকানে পড়ে থাকা বিভিন্ন কাঠের পণ্য সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের ঘর ভাড়া-কর্মচারীর বেতন পরিশোধে বিপাকে পড়েছেন মালিকেরা। ডেকারেটর ব্যবসার সাথে জড়িত রয়েছে কমপক্ষে ৩০০জন শ্রমিক। লকডাউনে কাজ না থাকায় এসব শ্রমিকদের পরিবারে চলছে চরম দূর্দিন। 

উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, উপজেলার ৫৫জন ডেকোরেটর মালিকের জীবিকা নির্বাহের একমাত্র পথ এই ব্যবসা। দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন। ফলে এসব পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছেন। এ কারণে সরকারের কাছে প্রনোদনা চেয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট লিখিত আবেদন করা হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, করোনা পরিস্থিতির কারনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। এরমধ্যে ডেকোরেটর ব্যবসায়ীরা অন্যতম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেকোরেটর ব্যবসা সংশ্লিষ্টদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। তাদের প্রনোদনার আবেদন সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top