
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ডের বড় দেওড়া এলাকায় হায়দার পাবলিক স্কুল মাঠে গত কাল শুক্রবার সকালে ছাত্রলীগ নেতা এডভোকেট আজিম হায়দার উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাউল, ডাল, তৈল, চিনি, সেমাই ইত্যাদি।প্রায় ৩০০ শত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সোলেমান হায়দার, গাজীপুর মহানগরের সাবেক ছাত্র লীগ নেতা সাদিম হায়দার, আওয়ামী লীগ নেতা শুকুর আলী, হারুন, জয়নাল আবেদিন,নজরুল ইসলাম, ওয়াজ উদ্দিন, রুবেল,রুনি,প্রমুখ।
এ সময় এডভোকেট আজমত উল্লা খান বলেন,বৈশ্বিক মহামারী প্রাণ ঘাতী কোভিড (১৯)মোকাবিলায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশে এই ভাইরাসপর সংক্রমন বেড়ে চলছে। এই কঠিন সময়ে মধ্যে ও পবিত্র রমজান মাসে ঈদ ফিতরকে সামনে রেখে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। এবং কি দলীয় নেতা দের সাধ্য অনুযায়ী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশ্বে দাঁড়াতে বলেন।