
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলা’বাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে তিন শতাধিক হত দরিদ্র, ভিক্ষুক, অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে ৩ মে, রবিবার খাদ্য সহায়তা প্রদান করেন মেসার্স সেতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বর্তমান চেয়ারম্যান মোঃ সালামত আলী খান।
এ সময় তিনি সংক্ষিপ্ত পরিসরে সাংবাদিকদের বলেন, আমরা দরিদ্র পরিবারের সন্তান। মানুষের পেটে ক্ষুধার কি জ্বালা ও কষ্ট সেটা আমি জানি ও বুঝি। সারা দেশে আজ মানুষের মাঝে যে হাহাকার ও অভাব শুরু হচ্ছে সেটা নিজ চোখে না দেখলে বুঝা যাবেনা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সারা রমজান মাস ব্যাপি অসহায় এ সব মানুষের পাশে থেকে আমার সাধ্যমত ত্রান সহায়তা প্রদান করে যাওয়ার।
যার ধারাবাহিকতায় আজ প্রাথমিকভাবে তিন শতাধিক মানুষের মাঝে চাউল,আলু ও লবন সহ প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হলো।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেউলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্ঠা আব্দুল করিম খান (বাদশা), সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজাত আলী খান, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান (হারুন), সেতু এন্টার প্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব কেরামত আলী খান, উপজেলা যুবলীগের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান হান্নান, সাবেক ইউ,পি মেম্বার মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।