ঘাটাইলে “বুরো বাংলাদেশ” এর খাদ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
ঘাটাইলে “বুরো বাংলাদেশ” এর খাদ্য সামগ্রী বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা ৫০০টি হতদরিদ্র  পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী  বিতরণ শুরু  করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ।

সোমবার (১০মে) সকাল সাড়ে ১১টায়  ঘাটাইল সরকারী জিবিজি প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায়  রেখে ১০০টি পরিবারকে খাদ্য সামগ্রী  দিয়ে  এ কর্মসূচির উদ্বোধন করেন   উপজেলা নির্বাহী কর্মকর্তা  অঞ্জন কুমার সরকার।

এসময় ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান,মধুপুর আঞ্জলিক ব্যবস্থাপক পরিচালক মো.জহিরুল ইসলাম কমিশনার শেখ কবির আহম্মেদ,এলাকা ব্যবস্থাপক আবুল মাসুদ,ব্যবস্থাপক আইটি মাসুদুর রহমান জুয়েল   উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী  প্রতিটি প্যাকেটে রয়েছে - ১০ কেজি চাল,  আলু পাচ   কেজি,দুই কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, হুইল সাবান একটি,সেফলন  একটি, লাইফবয় সাবান একটি, ও দুইটি মাস্ক।

পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে মধুপুর আঞ্জলিক  বুরো বাংলাদেশ কর্মকর্তারা।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top