শ্রীবরদীতে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট বিতরণ

S M Ashraful Azom
শ্রীবরদীতে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট বিতরণ

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট বিতরণ কার্যক্রম শুরু করেছে এপি ওয়ার্ল্ড ভিশন। গত ৫ মে বুধবার থেকে শুরু হয় এ কার্যক্রম।

এ উপলক্ষে আজ ১০ মে রবিবার উপজেলা সাতানি শ্রীবরদী এলাকায় সীমিত আকারে করোনা সংক্রমণ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সেমিনারে করোনা ভাইরাস প্রতিরোধে নানা দিক তুলে বক্তব্য দেন এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা। এ সময় উপস্থিত ছিলেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ। পরে এপি ওয়ার্ল্ড ভিশনের তালিকাভুক্ত সুবিধাভোগির মাঝে বিতরণ করা হয় কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট।

এ সময় এপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সাগর ডি কস্তা জানান, করোনা পরিস্থিতি মোকাবেলা পর্যায় ক্রমে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা হচ্ছে।

মাঠকর্মীদেরকে দেয়া হচ্ছে স্বাস্থ্য বিধি সম্পর্কে প্রশিক্ষণ। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যে দেয়া হচ্ছে মাস্ক, হাত ধোয়ার সাবান, বিচিং পাউডার, স্যানিটারি ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার ও মগ। এছাড়াও রয়েছে হাত ধোয়ার জন্য ২শ পরিবারের মাঝে দেয়া হয় ঢাকনাসহ বালতি। এর মধ্যে ৩৪ জন স্বাস্থ্য কর্মীকে দেয়া হয় পিপিই।

৮৪ জন স্বাস্থ্য সেবাদানকারী ও ডাক্তারদেরকে দেয়া হয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গেডস। স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোতে দেয়া হচ্ছে ২৬৫ টি পোষ্টার ও লিফলেট। সুবিধাভোগি ৩০৬ টি পরিবারকে দেয়া হয় নগদ ক্যাশ। এসব কার্যক্রম সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে বাস্তবায়ন করা হচ্ছে। 


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top