গাইবান্ধায় নতুন করে ৫১ জনসহ মোট ৫৮৬ জন কোয়ারেন্টাইনে

S M Ashraful Azom
গাইবান্ধায়  নতুন করে ৫১ জনসহ মোট ৫৮৬ জন কোয়ারেন্টাইনে

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় রোববার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৪ জন। এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৪ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে।

বাকিরা একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১১ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ১১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ১২৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ৫৮৬ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২৩, গোব্দিন্দগঞ্জে ৪২, সদরে ৮৩, ফুলছড়িতে ১৫৩, সাঘাটায় ১৮১, পলাশবাড়ীতে ১২, সাদুল্যাপুর ৯২ জন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top