
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনায় দুর্গতদের জন্যে শেরপুরের শ্রীবরদীতে কোভিড-১৯ প্রতিরোধে হাইজিন কিট বিতরণ করেছে বেসরকারি সংস্থ্যা এপি ওয়ার্ল্ড ভিশন। ১৪ মে বৃহস্পতিবার উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে রানীশিমুল ইউনিয়ন পরিষদ মাঠে ২০ জন হতদরিদ্র ও দুর্গতদের মাঝে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপি ওয়ার্ল্ড ভিশনের ময়মনসিংহ রিজিওনাল ফিল্ড ডিরেক্টর সেবাস্টিয়ান পিউরিফিকেশন। এসব বিতরণের আগে তিনি বলেন, আজ যা দেয়া হচ্ছে তা করোনা মোকাবেলায় আপনাদের কাজে লাগবে। তবে শুধু করোনা মোকাবেলার জন্যেই নয়, এসব আপনাদের নিত্য প্রয়োজনীয়। এসব আপনারা ব্যবহার করতে পারবেন। তিনি আরো বলেন, করোনার এই পরিস্থিতিতে আপনারা বাড়িতে থাকবেন। ঘরের বাইরে বের হবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার জনপল স্কু, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং সহ এপি ওয়ার্ল্ড ভিশনের মাঠ পর্র্যায়ের কর্মীরা। দুর্গত ও হতদরিদ্রদের প্রত্যেকের মাঝে বিতরণকৃত হাইজিন কিটের মধ্যে ছিল ৫০টি মাস্ক, ১০ পিস সাবান, ২ প্যাকেট বিøচিং পাউডার, ৪ প্যাকেট স্যানিটারি ল্যাপকিন ও একটি মগ।