
৪ মে সোমবার বিকালে শেরপুর-৩ আসনের এমপি ফজলুল হক চানের সহায়তায় ঝগড়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলুসহ বিভিন্ন সামগ্রী। শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ মো. আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের আহবায়ক শাহিনুর রহমান হৃদয়, যুবলীগ নেতা মোজাহিদ সরকার প্রমূখ।