ধুনটে করোনায় অভুক্তদের মাঝে ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
ধুনটে করোনায় অভুক্তদের মাঝে ত্রাণ বিতরণ

রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় করোনার কারনে কর্মহীন ৬শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বগুড়া-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।

এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, আহসান হাবিব, শফিকুল ইসলাম শফি, কুদরত-ই-খুদা জুয়েল, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, রবিউল আউয়াল, সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীল নাহার, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top