
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দুই পুলিশ অফিসার এবং এক কনস্টেবলের রক্তের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।
বৃহস্পতিবার রাতে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল এ তথ্য নিশ্চিত করেন। এতে করে পুরো থানা এলাকাকে কোয়ারেন্টিন ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে উপজেলা সদরের ডাকবাংলো হতে থানার কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান সিরাজগঞ্জ সার্কেল এসপি ¯িœগ্ধ আকতার।
তিনি জানান, ‘জেলা পুলিশ লাইন থেকে একজন পুলিশ পরিদর্শক, দুইজন এসআই, দুইজন এএসআই এবং বারজন কনস্টেবলকে এই আপদকালিন দায়িত্ব দেয়া হয়েছে।’ নতুন দায়িত্ব পাওয়া পরিদর্শক পঞ্চানন জানান, ‘আমরা এখন কাজিপুর ডাকবাংলোতে এসে সব গুছিয়ে নিচ্ছি।’ এদিকে আক্রান্ত পুলিশ সদস্যগণ থানাতেই অবস্থান করছেন।