
রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনার প্রভাবে মানবেতর যাপন করা প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার গিলাগাছা ওয়েল ফেয়ার এসোসিয়েশন।
১২ মে মঙ্গলবার দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা বাজারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু জাফর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, গিলাগাছা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিন আলী জিয়া ও ইউপি সদস্য আনিছর রহমান সহ সংগঠনের সদস্য বৃ›দ্ব। গিলাগাছা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিন আলী জিয়া জানায়, ১০৫জন প্রতিব›দ্বী ও অসহায়দের মাঝে শাড়ী, লুঙ্গি, খেজুর, ছোলা বুট, চিনি ও সেমাইসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।