
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ১ মে দিবস উদযাপন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নাংলা ইউনিয়নের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন মেলান্দহ শাখার সভাপতি হাফেজ-মাওলানা বুরহান উদ্দিন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল-ডাল-আলু-লবন।
দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলনের সাবেক জেলা সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, মেলান্দহ শাখার সম্পাদক মাওলানা আজহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, নাংলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, পৌর শাখার সম্পাদক হাফেজ ইব্রাহিম এবং জেলা কমিটির মাওলানা মোফাজ্জল হোসাইন প্রমুখ।