
স্টাফ রিপোর্টার: কাজিপুরে ২০১৯-২০ অর্থবছরে জাটকা আহরণ নিষিদ্ধ নিয়ম মেনে চলা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেয়া হয়েছে বিশেষ ভিজিএফ (খাদ্যশস্য) এর ৪০ কেজি করে চাল।
সোমবার দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বিতরণ কাজের উদ্বোধন করেন, জেলা মৎস্য কর্মকর্তা আহাদ আলী।
ইউনিয়নের ১৫০ জন জেলের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউপি সচিব রফিকুল ইসলামসহ ইউপি সদস্য বৃন্দ।