
শফিকুল ইসলাম: বাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ১৩ মে (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর বড়াইকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মুকুল নামের এক ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
এলাকাবাসি জানায়, চর বড়াইকান্দি গ্রামের তনুশেখের ছেলে রফিকুল ইসলাম ও একই গ্রামের নবিবর রহমানের সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ঘটনার দিন উভয় পক্ষে বাড়ির সীমানা নিয়ে বাকবিতন্ডতার এক পর্যায় সংঘর্ষের সৃষ্টি হলে মুকুলগং এর লাঠির আঘাতে রফিকুল গুরতর আহত হয়। পরে গ্রামবাসিরা আহতকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহতর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। আহত ব্যক্তিকে কুড়িগ্রাম নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় রৌমারী থানার পুলিশ মুকুল নামের এক যুবককে আটক করেছে।
রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বলেন, এঘটনায় মামলা হয়েছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয় এবং একজনকে আটক করা হয়েছে।