
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘ডক্টরস সেফটি চেম্বার’ বা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পরিকল্পনা ও উপজেলা পরিষদের অর্থায়নে এ বুথ স্থাপন করা হয়।
সোমবার দুপুরে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার এই বুথের উদ্বোধন করেন।
জানা গেছে, জেলা প্রশাসনের পরিকল্পনা ও উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। করোনাভাইরাস কোভিড-১৯ বহন করে আসা কোনও রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন সেজন্য এ বুথগুলো স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে চিকিৎসক ও রোগীরা উভয়ই নিরাপদ থাকবেন।
সোমবার দুপুরে সরেজমিনে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই বুথের মধ্যে একজন টেকনোজিস্ট অবস্থান নিচ্ছেন। সামনের সামান্য ফাঁকা জায়গা দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় এবং থার্মাল ডিটেক্টরের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন।
এতে নমুনা সংগ্রহকারী ও প্রদানকারী একে অন্যের সংস্পর্শে যেতে হচ্ছে না। সংক্রমণের কোন ঝুঁকিও থাকছে না।
বকশীগঞ্জের ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, জামালপুর জেলা প্রশাসনের পরিকল্পনা ও উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্দিষ্ট ডিজাইনে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের এবং চিকিৎসকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ বুথ স্থাপন করা হয়। আতিমধ্যে বকশীগঞ্জের এ বুথ থেকে সেবা দেওয়া শুরু হয়েছে।
বুথ স্থাপনকালে বকশীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
এই উপজেলা এ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও বাবুর্চি সহ ৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২জন সুস্থ্য হয়েছে। এ পর্যন্ত বকশীগঞ্জ উপজেলা থেকে প্রায় ২শতাধিক ব্যক্তিকে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।