ত্রাণ তহবিলে ভাতার টাকা দান করলেন মুক্তিযোদ্ধা কোরবান আলী

S M Ashraful Azom
ত্রাণ তহবিলে ভাতার টাকা দান করলেন মুক্তিযোদ্ধা কোরবান আলী

সেবা ডেস্ক: প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে এপ্রিল মাসের মুক্তিযোদ্ধা ভাতার পুরোটাই দান করলেন জামালপুরের সরিষবাড়ি উপজেলার এস এম কোরবান আলী। ১৪ মে দুপুরে সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদের হাতে প্রধানমন্ত্রীর করোনা সহায়তা ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়ার জন্য ১০ হাজার টাকার চেক তুলে দেন।

জানা যায়, মুক্তিযোদ্ধা এস এম কোরবান আলী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের মৃত যুগল শেখের ছেলে। তিনি ১১ নম্বর সেক্টরের সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে সাহসিকতার সাথে যুদ্ধ করেন। তিনি এলাকায় অসহায় মানুষের পাশে থেকে সমাজ সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

এ ঘটনায় এস এম কোরবান আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ। সমাজের স্বচ্ছল মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মুক্তিযোদ্ধা এস এম কোরবান আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। দীর্ঘদিন উপেক্ষিত ছিলাম। তার কন্যা এসে আমাদের মূল্যায়ন ও সম্মান দিয়েছেন। এখন তিনি দেশের অসহায় মানুষকে সহায়তার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে করোনায় অসহায় মানুষের জন্য মুক্তিযোদ্ধা ভাতার পুরো টাকা দিতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের সবার উচিত তাকে সাহস, সমর্থন ও সহযোগিতা করা।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top