
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে বন্দবেড়, যাদুরচর ও চরশৌলমারী ইউনিয়নের ওয়ার্ড কমিটির সদস্যদের দিক নিদের্শনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মে (রবিবার) বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। দিক নির্দেশনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, সহকারি শিক্ষক মঞ্জু মিয়াসহ প্রত্যেক ওয়ার্ডের সভাপিত ও সাধারন সম্পাতকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু।