উলিপুরে বিড়ি শ্রমিক হত্যার খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

S M Ashraful Azom
উলিপুরে বিড়ি শ্রমিক হত্যার খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিড়ি শ্রমিক মুকুল মিয়া হত্যাকান্ডে তার খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে মুকুলের গ্রামের বাড়ি ধরনীবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উলিপুর উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,ধরনীবাড়ি ইউপি সদস্য আয়নাল হক আকন্দ,জাবেদ আলী, হাবলু মিয়া ও পেয়ারা বেগমসহ এলাকাবাসীরা।শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর নিকট মুকুল হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য,গত রবিবার বিড়ি শ্রমিক মুকুল মিয়াকে ক্রিকেটের বল গায়ে লাগাকে কেন্দ্র করে ঐ এলাকার শাহাবুদ্দিন মাষ্টার ও তার স্ত্রীসহ পরিবারের লোকজন মুকুলকে পিটিয়ে হত্যা করে।এরপর মুকুলের পরিবার ৬জনের নামসহ অজ্ঞাত ১০-১২জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ৩জনকে গ্রেফতার করে পুলিশ।

কিন্তু এখন পর্যন্ত প্রধান আসামী শাহাব উদ্দিন মাস্টারকে গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীরা এ মানববন্ধন ও সমাবেশ করে।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,প্রধান আসামী শাহাব উদ্দিন মাষ্টারকে গ্রেফতার করতে না পারলেও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামীসহ অন্যদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top