মাদারগঞ্জে আধুনিক মেশিনে কৃষকদের ধানকাটা উদ্বোধন

S M Ashraful Azom
মাদারগঞ্জে আধুনিক মেশিনে কৃষকদের ধানকাটা উদ্বোধন

সেবা ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে কৃষি যন্ত্রপাতিতে সরকারি ভর্তুকির আওতায় ধান কাটা ও মাড়াইয়ের আধুনিক যন্ত্র এসিআই কম্বাইন হারভেস্টার মেশিনের তিনটি চাবি হস্তান্তর ও কৃষকদের ধানকাটা-মাড়াই শুভ উদ্বোধন করেছেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম।

৮ মে উপজেলা পরিষদ চত্বরে এই চাবি হস্তান্তর করেন তিনি। পরে হ্যালিপ্যাডের পাশে কৃষক আনন্দ কুমার ঘোষের জমিতে হারভেস্টার মেশিনে ধান কেটে শুভ উদ্বোধন করা হয়।

এ সময় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান অরুন কুমার সাহা, ভুর্তুকিতে পাওয়া হারভেস্টারের মালিক মির্জা গোলাম মওলা সোহেল উপস্থিত ছিলেন।

এ সময় মির্জা আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষকের কথা চিন্তা করে ৫০ ভাগ ভুর্তকিতে এই মেশিন দিয়েছেন। এই সংকটকালে কৃষি শ্রমিকের অভাব পূরণ করে এই মেশিন দিয়ে কৃষকরা সহজে ধান কাটতে পারবে। তিনি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে মাদারগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

উল্লেখ যে, এ উপজেলায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের সরকারি প্রায় ৫০% ভর্তুকি আওতায় প্রাপ্ত তিনটি ধানকাটা কম্বাইন হারভেস্টার মেশিন এ উপজেলায় কৃষকদের দেওয়া হয়েছে। প্রতিটি মেশিনের ক্রয় মূল্য ২৯ লাখ ৫০০ টাকা। তারমধ্যে ১৪ লাখ টাকা ভর্তুকি দিয়েছে সরকার। বাকি টাকায় যন্ত্রের মালিক কৃষক কিস্তিতে পরিশোধ করবেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এই ধান কাটা কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা শ্রম মূল্যের চেয়ে অনেক কম খরচে তাদের ধান কাটা-মাড়াই করতে পারবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top