
সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে শুরু থেকেই মাঠে কাজ করে যাচ্ছেন সদর সদর উপজেলা প্রশাসন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে করোনার ঝুকি নিয়েই এক প্রান্তে থেকে আরেক প্রান্তে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তারা। এছাড়া উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে তাদের সাথে যুক্ত হয়ে কাজ করছেন বেশকয়েকটি স্বেচ্ছাসেবক টিমও। এই টিমের অধিকাংশ লোকই তরুন এবং যুবক। তারা রাত-দিন সমান তালে কাজ করে যাচ্ছেন।
উপজেলা প্রশাসন অসহায় দুস্থ এমনকি মধ্যবিত্ত পরিবারের মানুষের ঘরে ত্রাণ সহয়তা থেকে শুরু করে বাজার মনিটরিং, করোনা আক্রান্তদের খোঁজখবর নেয়াসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর এই কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। করোনা ঝুকি নিয়ে সদর উপজেলা প্রশাসনের মাঠে কাজ করাকে সাধুবাদ জানিয়েছেন সুধি সমাজ ও টাঙ্গাইলবাসী।
সংশ্লিষ্ট্য সূত্রে জানা যায়, সরকারের খাদ্য সহায়তা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন একটি হট লাইন নাম্বার (০১৭২৫৩১২৫৪৮) চালু করে। পাশাপাশিও সদর উপজেলা প্রশাসন হটলাইন নাম্বার (০১৭০৫৭০০৫৪১) চালু করে। এছাড়া জাতীয় তথ্য ও সেবা ৩৩৩ চালু রয়েছে।
এসব লাইনে ফোন করে হাজার হাজার মানুষ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া হয়। আর এসব হটলাইনে ফোন দেয়ার উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নাম্বারে প্রাপ্ত খাদ্য সহায়তা মেসেজ অনুযায়ী এখন পর্যন্ত চার হাজার পাঁচশ পরিবারের বাসায় বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের প্রভাবের শুরু থেকেই উপজেলা প্রশাসনে হটলাইন ও ৩৩৩ চাহিদা অনুযায়ী ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ১৫ জন কর্মকর্তাকে নিয়ে একটি টিম গঠন করা হয়। পরবর্তীতে পরিধি বৃদ্ধি পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষকদের সমন্বয়ে আরকেটি টিম গঠন করা হয়।
এছাড়া মোবাইল কলারদের স্বচ্ছতা নিশ্চিত ও ডুপ্লিকেসি পরিহারের জন্য আইসিটি শিক্ষকদের সমন্বয়ে টিম গঠন করে সকল সাহায্য প্রত্যাসীদের এনআইডি নাম্বার ও মোবাইল নাম্বার অন্যান্য তথ্য কম্পিউটারে এন্ট্রি দেয়া হয়। প্রতিদিন ৩০ সদস্যের স্বেচ্ছাসেবক টিম রোদবৃষ্টি মাথায় নিয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ড পাড়া মহল্লায় প্রত্যেকের বাসায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌছে দিচ্ছেন।
তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে প্রতিটি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের বাসায় সরকারের খাদ্য সহায়তা পৌঁছে দিতে সামনের দিনগুলোতেও কাজ করবে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন।