
জামালপুর প্রতিনিধি: সোস্যাল মিডিয়ায় নবী করিম (সাঃ) ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ন মন্তব্য করায় জামালপুরের ইসলামপুরে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা-বলিয়াদহ গ্রামে আলম মিয়ার পুত্র ফিরোজ মিয়া(২৩) আঃ সবুরের পুত্র সানোয়র হোসেন(২০) ও নুরল ইসলাম ঠান্ডার পুত্র সিয়াম (১৫)।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন থেকেই ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছিল। সিয়াম আইডি থেকে দুইট স্কীন সট পোস্ট করেছেন। এতে মুসলমানদের নবী কুত্তার বাচ্চা ছিলেন। অপর পোস্ট টি শেখ হাসিনা খানকি, আসেন সবাই মিলে শিবির করি।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান- ফেসবুকে নবী করিম(সাঃ) ও মাননীয় প্রধানন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় বিষয়টি আমাদের নজরে আসে। পরে তাদের আটক করলে তারা বিষয়টি স্বীকার করেছে। তাদের ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।