
ঢাকা প্রতিনিধি: চলমান সৃষ্ট সংকটে মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করায় প্রকৌশলী ইশরাক হোসেন তার নিজস্ব অর্থায়নে গঠিত 'প্রজেক্ট ঢাকা এইড' কর্মসূচির মাধ্যমে প্রতিদিন নগরীর অসহায়, ঘরবন্ধী কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সোমবার (১১ মে) দুপুরে শামসুদ্দিন দিদার রাজধানীর গুলশানে ঢাকা দক্ষিনের বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের বাসায় গিয়ে 'প্রজেক্ট ঢাকা এইড' কর্মসূচীর তহবিলে ৫০ হাজার টাকা নগদ অনুদানের হস্তান্তর করেন।
এসময় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ভবিষ্যতে ফাউন্ডেশনের প্রতিটি কর্মকান্ডে সম্পৃক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় ইশরাক হোসেন বলেন, সারা দেশে চলমান সৃষ্ট মহামারির কারণে দেশের মানুষ চরম সংকটে অবস্থান করছে। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে আজ বিএনপির নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বিএনপি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। এই চলমান মহা সংকটে মানবতার কল্যাণে হাত বাড়িয়ে দিয়ে সামসুদ্দিন দিদার সাহেব এক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি ওনার প্রতি ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সরকার দলীয় লোকজনের ত্রান আত্মসাতের সমালোচনা করে তিনি বলেন, জাতীর এই চরম সংকটেও সরকারদলীয় লোকজন সাধারণ জনগণের সরকারী ত্রাণ লুটপাট করে চলেছে। যে ত্রান অসহায় মানুষের ঘরে যাওয়ার কথা সেই ত্রান যায় সরকার দলীয় লোকজনের বেডরুমে খাটের তলায়। তিনি তাদের প্রতি এই লুটপাট পরিহার করে এই চরম দুঃসময়ে জনগনের পাশে দাঁড়ানোর আহবান জানান। অন্যথায় দেশের মানুষ আপনাদেরকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষীপ্ত করবে।