
সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ও উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ রফিকুল ইসলাম (ছোট রফিক)।
কালিহাতী পৌর এলাকার উত্তর বেতডোবা পাল পাড়ার অসহায় ৭৭টি পরিবারের মাঝে তিনি উত্তর বেতডোবা তার নিজ বাড়ী থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি করে চাল ও ১ টি করে মিষ্টি কুমড়া।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জালাল উদ্দিন, সেলিম মিয়া, সুজন মিয়া প্রমূখ।
উল্লেখ্য, তিনি ইতিপূর্বে, ১২৩ টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি করে আলু, ১ কেজি করে লবণ, হাফ কেজি করে পিঁয়াজ বিতরণ করেছেন।
রফিকুল ইসলাম (ছোট রফিক) জানান, করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে তার এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।