
স্টাফ রিপোর্টার: ‘মানুষের প্রয়োজনে মানুষ’ প্রতিপাদ্যে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আসাদ করোনায় ঘরে থাকা কর্মহীনদের ত্রাণ সহায়তা দিয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার গান্ধাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬০ টি দরিদ্র পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সাবান ও সার্জিক্যাল মাস্ক দেয়া হয়। বিতরণ কাজের উদ্বোধন করে কাজিপুরের সাবেক এমপি তানভীর শাকিল জয়। এসময় তিনি জয় বলেন, ‘ সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম সাহেবের নির্দেশ মেনে আসাদ দরিদ্রদের সহায়তা দিচ্ছেন। এজন্যে তাকে ধন্যবাদ জানাই।’
বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, গান্ধাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইমরুল কায়েস টিটু, সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।