মির্জাপুরে ওয়ালটনসহ ৬ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমান

S M Ashraful Azom
মির্জাপুরে ওয়ালটনসহ ৬ প্রতিষ্ঠানে  ভ্রাম্যমান আদালতের জরিমান

সেবা ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সরকারি আদেশ অমান্য করে শো’ রুম খোলা রেখে পণ্য বিক্রির অপরাধে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন কোম্পানীর নিজস্ব শো’রুম ওয়ালটন প্লাজাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।

একই সময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও নিজেরা সুরক্ষা সামগ্রী ব্যবহার না করায় সদরের মেইন রোডে অবস্থিত মসজিদ মার্কেটের চৌধুরী ফার্মেসি ও আরোগ্য বিতান নামে দুটি ওষুধের দোকানীর কাছ থেকে ৪ হাজার এবং একটি ইলেকট্রিক ও ২টি জুয়েলারি দোকানীর কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান বিচারক।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো. জুবায়ের হোসেন বলেন, সরকরি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে পণ্য বিক্রির অপরাধে ওয়ালটন প্লাজাকে জরিমানা করা হয়েছে। এছাড়া সামজিক দূরত্ব বজায় না রাখায়সহ ও নিজেরা সুরক্ষা সামগ্রী ব্যবহার না করায় দুটি ফার্মেসিসহ ৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একাধিক প্রতিষ্ঠানের মালিককে সতর্কও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top