
মো. শাহ্ জামাল : জামালপুরের মেলান্দহে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে পৌর ছাত্রলীগ। ১১ মে সোমবার উপজেলার চিনিতোলা গ্রামের কৃষক আলাউদ্দিন ফকিরের(৪০)প্রায় তিন বিঘা জমির ধান কেটে বাড়ি অবধি পৌছে দেয় তারা।
মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেয় সাকিব হাসান মহসিন, হৃদয়, রকি, রাগিব, জামিল, বেনজীরসহ সাদিকুর শাওন, হালিম, বিশাল, পলাশ, কাওসার, সাগর, পলাশ ও দিপু।
জমির মালিক কৃষক জামাল বলেন, ‘ছয়শ টাকা করে মজুরী দিয়েও কামলা না পাওয়ায় বড়ই দুশ্চিন্তায় আছিলাম।একদিকে করোনা আতংকের কারণে কামলা পাওয়া যায়না, অন্যদিকে এখন ঝড়-বাদলের দিন। এই বিপদের সময় তারা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌছে দিয়ে আমার বড়ই উপকার করলো’।
ছাত্রনেতা সাদিকুর রহমান শাওন বলেন, স্থানীয় সাংসদ মির্জা আজম এম.পি’র উৎসাহে আমরা কৃষকের ধান কাটায় অংশ নেই।