
ভূঞাপুর উপজেলার অন্যতম ব্যস্ত রাস্তা প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ স্যারের মাজারের পাশের রাস্তাটি। দিনরাতের বেশি সময়ই এই রাস্তায় লোক এবং ছোট যানবাহনের যাতায়াত থাকে।
উক্ত রাস্তার পাশের ভবনটির ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ তলার নির্মাণ কাজ চলছে বেশ কয়েক মাস যাবত কিন্তু এখন পর্যন্ত রাস্তায় চলাচল কারী ব্যক্তি বা যানবাহনের নিরাপত্তায় ভবন মালিককে নিতে দেখা যায়নি কোনো পদক্ষেপ।
প্রায়ই ভবনের বিভিন্ন তলা থেকে বিভিন্ন বস্তু এসে পরছে রাস্তায়। ইট, বাঁশ, কাঠ সহ বিভিন্ন বস্তু যে কোনো মুহূর্তে এসে পরতে পারে কোনো পথচারী বা যানবাহনের উপর। এমন পরিস্থিতিতে হুমকির মুখে রাস্তায় চলাচল কারী ব্যক্তির জীবন। এবং বড় কোনো ক্ষতি হতে পারে চলাচল রত যানবাহনের।
ভবন মালিককে বার বার সতর্ক করা সত্ত্বেও নেয়নি কোনো জরুরি পদক্ষেপ। একটুকরো জালের এক কোণা ঝুলিয়ে রাখা হয়েছে ৩য় তলায় যা থাকা বা না থাকা সমান। এমন পরিস্থিতিতে ভীত পথচারীরা।
লেখক
সোহেল রানা
সচেতন নাগরিক
ভূয়াপুর, টাঙ্গাইল