আম্ফান থেকে বাঁচাতে সাইক্লোন শেল্টারে সরিয়ে নেয়া হচ্ছে জনগণকে

S M Ashraful Azom
আম্ফান থেকে বাঁচাতে সাইক্লোন শেল্টারে সরিয়ে নেয়া হচ্ছে জনগণকে

সেবা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান এর জন্য উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে বিভিন্ন সাইক্লোন শেল্টার স্টেশনে নেয়া শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার কোস্টগার্ড সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এরইমধ্যে কোস্টগার্ড সদস্যরা ভোলার বিভিন্ন উপকূলীয় দ্বীপসমূহ ও সুন্দরবন এবং তৎসংলগ্ন ঝুকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টার স্টেশনে আনছে। তাদেরকে ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন নির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের সচেতন করে চলেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে জেলে ও বিভিন্ন মানুষকে সাইক্লোন শেল্টারে নেয়ার জন্য ব্যবস্থা ও তাদেরকে সহায়তা করার জন্য বিভিন্ন প্রকার অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড।

এছাড়াও ঘূর্ণিঝড় আম্ফান চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি প্রয়োজনে বাংলাদেশ কোস্টগার্ড এর কন্ট্রোল রুম খোলা হয়েছে।  নাম্বারগুলো হলো- সদর দফতর- ০১৭৬৯৪৪০৯৯৯, ঢাকা অঞ্চল- ০১৭৬৯৪৪১৯৯৯, চট্টগ্রাম অঞ্চল- ০১৭৬৯৪৪২৯৯৯, বরিশাল অঞ্চল- ০১৭৬৯৪৪৩৯৯৯, খুলনা অঞ্চল- ০১৭৬৯৪৪৪৯৯৯

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top