ইসলামপুরে নির্যাতনের শিকার ভোক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

S M Ashraful Azom
ইসলামপুরে নির্যাতনের শিকার ভোক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বোলাকীপাড়া গ্রামের সহিজল বাহিনীর মাদক ব্যাবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকারে সংবাদ সম্মেলন করেছেন এক ভোক্তভোগী পরিবার ।

নির্যাতিত পরিবারের পক্ষে শনিবার বিকালে ইসলামপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জানান, ‘দীর্ঘদিন ধরে বোলাকীপাড়া গ্রামের সহিজল ও তারসহযোগীরা মাদক ব্যাবসা ও অনৈতিক কর্মকান্ড করছে। গত কয়েকদিন আগে এর প্রতিবাদ করায় সহিজল তার বাহিনী নিয়ে আমাদের  মারধর, বাড়ি ঘরে হামলা ও লুটপাট করে।

এ ঘটনায় গত ১৮এপ্রিল ইসলামপুর থানায় একটি মামলা করা হয়। মামলা করার পর হতে সহিজল বাহিনী আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে নানান হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে, ক্ষেতের ফসল কেটে নেওয়ার পরিকল্পনা করছে। আমাদের বাড়ি ঘরে ঢুকতে দিচ্ছে না। বাড়ি ঘর ছেড়ে গবাধি পশু নিয়ে আমরা অন্য গ্রামে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছি।”

ফলে নিরুপায় হয়ে এসব ঘটনায় বিভিন্ন দপ্তরে স্বারকলিপিসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তভোগী নির্যাতিত পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top