জামালপুরের স্বাস্থ্যকর্মীসহ আরো ২ জন করোনা আক্রান্ত

S M Ashraful Azom
জামালপুরের স্বাস্থ্যকর্মীসহ আরো ২ জন করোনা আক্রান্ত

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহের এক স্বাস্থ্যকর্মীসহ ২জনের করোনা সংক্রামণ শনাক্ত হয়েছে।

শনিবার(৯মে) ওই ব্যক্তিদের দেহে  করোনা পজেটিভ  শনাক্ত’র বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. এ এম শফিকুজ্জামান।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. এ এম শফিকুজ্জামান জানান, শনিবার প্রথম ধাপের নমুনা পরীক্ষায় ২জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৬ জনে।

নতুন করে আক্রান্তের দুইজনের মধ্যে মেলান্দহ ফুলকোচা কমিউনিটি হেলথ ক্লিনিকের একজন নারী স্বাস্থ্যকর্মীসহ  আরো  এক যুবকের করোনা সনাক্ত হয়েছে।

 এনিয়ে জেলায় ১১ চিকিৎসক, ৩৮ জন  সরকারী স্বাস্থ্যকর্মী  এবং ৭জন বেসরকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তু ১০৬ জনের মধ্যে ইসলামপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণ ধরা পড়ে এবং দেওয়ানগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯জন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top