বাঁশখালীতে সাংবাদিকদের মাঝে পিপিই ও উপহার সামগ্রী প্রদান

S M Ashraful Azom
বাঁশখালীতে সাংবাদিকদের মাঝে পিপিই ও উপহার সামগ্রী প্রদান

বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: প্রথমবারের মতো বাঁশখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও ইফতার সামগ্রী প্রদান করেছেন বাঁশখালীর সাবেক সংসদ, চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষে রিয়াজ উদ্দিন বাজার দোকান মালিক সমিতির অর্থ-সম্পাদক ও বিএনপি নেতা হাফেজ লেয়াকত আলী।

বাঁশখালীর সন্তান হাফেজ লেয়াকত আলী শুক্রবার (১৫ মে) বিকেলে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই, মাস্ক ও ইফতার সামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার দে অভি, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোছাইন চাঁটগামী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফি উল্লাহ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আব্দুল জব্বার, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক আজকের সূর্যোদয় প্রতিনিধি গোলাম শরিফ টিটু, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হিমেল বাপ্পা, ডেইলি আওয়ার টাইমস প্রতিনিধি মো. আবদুস সবুর।

বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাফেজ মোঃ লেয়াকত আলী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছে। তাই তাদের নিরাপত্তা আগে প্রয়োজন। সেই কথাটি মাথায় রেখে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে নিজ উদ্যোগে এই উপকরণ গুলো বিতরণ করছি। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top