
সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য কর্মীদের জন্য (পিপিই) ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
শনিবার দুপুরে সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমানের নিকট সুরক্ষা সামগ্রী প্রদান করেন গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র পরিচালক ডাঃ একেএম রেজাউল হক।
এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র একাউন্টস অফিসার মোঃ রাজিব মুন্সী ও গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের এক্সরে ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন।
গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র পরিচালক ডাঃ একেএম রেজাউল হক বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণ এড়াতে কালিহাতি উপজেলায় স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের সুরক্ষায় ওয়েভ আওয়ার ফিউচার-ফান্সের অর্থায়নে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ হতে ৬০ জনের জন্য ১ম ধাপে ৬০০টি পিপিই গাউন, ১২০০টি মাস্ক, ১৮০টি গগলস ও ৩০০০টি হ্যান্ড গ্লোভস প্রদান করা হলো। দেশের যে কোন দুর্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা থাকবে।