
সেবা ডেস্ক: আজ রোববার থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান কিছু শর্ত সাপেক্ষে সীমিত আকারে খোলা রাখার অনুমোদন প্রদান করেছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর দোকানপাট খোলা রাখার এই সিদ্ধান্ত আসলো।
এই সংক্রান্ত একটি অনুমতি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল শনিবার শেয়ার করেছন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
গত ৪ মে মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব মোঃ ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই অনুমতির কথা জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সীমিত আকারে খোলা রাখার অনুমতি প্রদান করেছে সরকার।
পত্রের নির্দেশনা মোতাবেক প্রত্যেক ব্যবসাকেন্দ্রের প্রবেশমুখে স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থা ইত্যাদি নিশ্চিত করতে হবে। ক্রেতা-বিক্রেতা সকলকে মাস্ক পরিধান করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করতে হবে।
এছাড়া পত্রে জানানো হয়েছে, উপজেলার লকডাউন যথানিয়মে কার্যকর থাকবে। অর্থাৎ বাইরে থেকে উপজেলায় যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তবে জরুরি প্রয়োজন না হলে দোকানপাটে না যেতে অনুরোধ করা যাচ্ছে বলে পত্রে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকার বিশেষ বিবেচনায় দোকানপাট খোলার অনুমতি প্রদান করেছে, কিন্তু দোকানে যেতে কাউকে বাধ্য করছে না। অতএব নিজের এবং পরিবারের সুস্থতার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিন।
তিনি আরও জানান, আপনাদের সচেতনতা, সতর্কতা এবং সঠিক সিদ্ধান্তের জন্যই প্রিয় ঘাটাইল বাংলাদেশের যেকোন উপজেলার তুলনায় নিরাপদ ও করোনাভাইরাস (কভিড- ১৯) সংক্রমণের মাত্রা নাই বললেই চলে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
উল্লেখ্য: ঘাটাইল পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড থেকে বাজার রোড হয়ে বাজার পর্যন্ত অনেকগুলো বড় মার্কেট এবং রাস্তার দুইপাশে দোকানপাট গড়ে উঠেছে। এই রোডে ও এসব মার্কেটগুলোতে প্রায় সাত শতাধিক দোকানপাট এবং ঘাটাইল শহরে প্রায় ২২০০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ঘাটাইলের পারুল প্লাজা, মরিয়ম শপিং কমপ্লেক্স, আকন্দ টাওয়ার, খলিল প্লাজা, ফালু হোসেন খান মার্কেট, জাহানারা শপিং কমপ্লেক্স, জনতা শপিং কমপ্লেক্সে, কাজী মোবারক মরিয়ম শপিং সেন্টার, নিউ মার্কেটের দোকানগুলো করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে যথারীতি বন্ধ রয়েছে। প্রায় দেড় মাস পর এইসব ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত দিলো সরকার।