শর্ত-সাপেক্ষে ১০ মে থেকে দোকানপাট-শপিংমল খোলা!

S M Ashraful Azom
শর্ত-সাপেক্ষে ১০ মে থেকে দোকানপাট-শপিংমল খোলা!

সেবা ডেস্ক: মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশের দোকানপাট ও শপিংমল শর্ত সাপেক্ষে আগামী ১০ মে থেকে খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

গতকাল সোমবার বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে বলে জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।

এ নির্দেশনা জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং ডিসিদের পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে আন্তঃজেলা, আন্তঃউপজেলা যোগাযোগ/চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে। এছাড়া প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, রমজান ও ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখার এ সিদ্ধান্ত আসলো।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top