
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ছয় জনের করোনা আক্রান্তের কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল।
বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটায় পূর্বের পাঠানো নমুনার রিপোর্ট হাতে পেয়ে তিনি একথা জানান। এরা হলেন কাজিপুর থানার ওসি তদন্ত আনিসুর রহমান, এএসআই ফারুক, কনস্টেবল আল মামুন।
এছাড়া করোনার লক্ষণ নিয়ে ঢাকায় মৃত গান্ধাইল গ্রামের আবু সাইদের স্ত্রী লিলি খাতুন ও তার মেয়ে শান্তামনিও করোনা আক্রান্ত হয়েছেন। গত ১০ তারিখে নিজ বাসায় মারা যান রাজউক এ কর্মরত আবু সাইদ। পরে স্বজনরা তার লাশ গ্রামের বাড়ি কাজিপুরের গান্ধাইলে দাফন করেন।
এদিকে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান. উপজেলার তেকানী ইউনিয়নের কান্তনগর গ্রামের শাহা আলীর পুত্র নুরনবীর রক্তের নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে। চারদিন পূর্বে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। ঢাকায় তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিলো।