পণ্য পরিবহনে দেশে আসছে অত্যাধুনিক ৫০ লাগেজ ভ্যান : রেলমন্ত্রী

S M Ashraful Azom
পণ্য পরিবহনে দেশে আসছে অত্যাধুনিক ৫০ লাগেজ ভ্যান  রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: দেশের রেলপথে পণ্য পরিবহনের জন্য বিদেশ থেকে আরও ৫০টি অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত এসব লাগেজ ভ্যানে মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর সুযোগ নেই বলেও জানান মন্ত্রী।

শনিবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা দেবীগঞ্জের সরকারি কলেজ মাঠে দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ত্রাণের কোনো সমস্যা নেই। সমস্যা হলো কোনো ব্যক্তি বার বার ত্রাণ পাচ্ছে আবার কেউ একবারও ত্রাণ পাচ্ছে না। প্রশাসন, জনপ্রতিনিধিসহ যারা ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করছেন তাদের দেখতে হবে কোন দরিদ্র অসহায় ব্যক্তিদের একজনও যেন ত্রাণ থেকে বঞ্চিত না হয়।

করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। পরে মন্ত্রী দেবীগঞ্জ পৌর এলাকার ৪২০ জন অসহায় দরিদ্র মানুষের হাতে সরকারি ত্রাণ সহায়তা তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবীগঞ্জ পৌর প্রশাসক প্রত্যয় হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার উপস্থিত ছিলেন

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top