
সেবা ডেস্ক: রাঙ্গামাটির সাজেক ভ্যালী’র জপুইপাড়া থেকে যতীন ত্রিপুরা (৩৩) নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রামে নেয়া হয়েছে।
রোববার বিকেলে সেনাবাহিনী তাকে বিমান বাহিনীর ১টি হেলিকপ্টারে চট্টগ্রামে নেয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, যতীন ত্রিপুরা গত ২৯ এপ্রিল জুম চাষের সময় উচু পাহাড় থেকে নিচে বাঁশের উপর পড়ে গিয়ে আহত হন। দুর্গম এ পাহাড়ি এলাকায় প্রথম তাকে বিজিবির জুপুই বিওপিতে (বর্ডার অবজারভেশন পোস্ট) এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আঘাত গুরুতর হওয়ায় বিজিবি খাগড়াছড়ি সেনা রিজিয়নকে বিষয়টি জানায়। পরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে আহত যতিনকে হেলিকপ্টারে করে প্রথম চট্টগ্রাম সেনানিবাসে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয় সেনাবাহিনী।