
মো. শাহ্ জামাল : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করেছে জামালপুর বিজিবি। ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, ১৯ মে রাত ১টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিওপি’র হাবিলদার মোঃ ইউনুস আলীর নেতৃত্বে বিজিবির টহলদল চুলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ যুবক মোঃ ওহিদুজ্জামান শান্ত (৪৮)কে আটক করা হয়।
সে গাইবান্ধা উপজেলার সরকারপাড়ার আজিজুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে একটি ১টি মোবাইল ফোন এবং নগদ ১৫০ টাকা জব্দ করা হয়।
আটককৃত মালামালের সিজার মুল্য ৩১,১৫০ টাকা। আটককৃতকে গাইবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে।