টঙ্গীতে ক্ষত বিক্ষত ময়লার স্তুপ থেকে শিশুর লাশ উদ্ধার

S M Ashraful Azom
টঙ্গীতে ক্ষত বিক্ষত ময়লার স্তুপ থেকে শিশুর লাশ উদ্ধার

মাহবুবুর রহমান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে ময়লার স্তুপ থেকে সাত বছরে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে মধুমিতা রেল গেইট এলাকার একটি ময়লার স্তুপ থেকে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আজিবর রহমান(এস আই) শিশুটির লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্ররণ করেন।

নিহত শিশুটির নাম চাঁদনি আক্তার। সে সুনামগঞ্জ জেলার শাললা থানার সুলতানপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

চাঁদনি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার দুপুর থেকে শিশু মেয়েটি নিখোঁজ ছিলো। পর দিন শনিবার সকালে স্থানীয়রা ময়লার স্তুপের উপর লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত শিশুর পিতা মামুন জানান, শুক্রবার দুপুর থেকে আমার মেয়েকে খুজে পায়নি।পরে এলাকার লোকজন লাশ দেখে আমাকে খবর দেয়। তবে শিশুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এখানে ফেলে যায় বলে ধারনা করছে পুলিশ।এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top