আগামী ১১ জুন বাজেট উত্থাপন

S M Ashraful Azom
আগামী ১১ জুন বাজেট উত্থাপন

সেবা ডেস্ক: ২০২০-২০২১ অর্থবছরের বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে উত্থাপন করবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হবে। প্রতিবছরই বাজেট পেশ করার পূর্বে মন্ত্রিসভার অনুমোদন গ্রহণের সুবিধার্থে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হয় এবং রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণের সুবিধার্থে সংসদ ভবনে তার উপস্থিতির ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারও সেভাবেই হতে যাচ্ছে।

তবে করোনাভাইরাসের এই দুর্যোগকালীন পরিস্থিতিতে এবারের বাজেটের আকার কত হতে পারে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

এদিকে বাজেট প্রণয়নে দেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামতের মাধ্যমে সরকার বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ বিভাগের ওয়েবসাইটে http://www.mof.gov.bd গিয়ে জাতীয় বাজেট ২০২০-২১ প্রণয়নে মতামত/পরামর্শ (Opinion/Suggestion for Budget 2020-21 Preparation) এই অপশনে ক্লিক করেই যে কেউ তার মতামত দিতে পারবেন।

অর্থ বিভাগের ওই ওয়েবসাইটে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলও পাওয়া যাবে এবং যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা পড়তে ও ডাউনলোড করতে পারবে বলে তারা জানায়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top