
সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ওএমএসএর চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার সোহরাব আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ জরিমানা করেন। সোহরাব উপজেলার যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত দারগালীর ছেলে এবং ইউপি সদস্য আসাদুজ্জামান আক্কাস আলীর ছোট ভাই। তিনি যাদবপুর ইউনিয়নের ৩,৭ এবং ৯ নং ওয়ার্ডের ১০ টাকা কেজি চালের ডিলারের দায়িত্বে ছিলেন।
জানা যায়, ওই ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজি চাল গ্রহীতারা দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ করে আসছিলেন। পরে তাদের দেওয়া অভিযোগের সত্যতা পেয়ে সোমবার সন্ধ্যায় ডিলার সোহরাব আলীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন- চাল বিতরণের অনিয়মে ডিলার সোহরাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।