ছাত্রদল নেতার মাদকসেবন ও অন্তরঙ্গ ছবি ভাইরাল

S M Ashraful Azom
ছাত্রদল নেতার মাদকসেবন ও অন্তরঙ্গ ছবি ভাইরাল

সেবা ডেস্ক: বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠিতে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তরিকের মাদক সেবন ও এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় আসলাম মাঝি (২৪) নামের এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আসলাম মাঝি শনিবার রাতে অভিযোগ করেন উদয়কাঠির দুলাল তালুকদারের ছেলে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও ইউনিয়ন ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তরিকের মাদক সেবন ও এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়।

এ অভিযোগে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে উদয়কাঠি ইউনিয়ন পরিষদের সামনে আসলাম মাঝিকে একা পেয়ে তরিক লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। এতে তার মাথা ফেটে যাওয়া সহ হাত ও শরীরের বিভিন্ন স্থানে থেতলে যায় এবং জখমের সৃষ্টি হয়।

এসময় আসলাম মাঝির পানের বরজ ও ঘরে আগুন দিয়ে পরিবারের সবাইকে পুড়িয়ে হত্যা এবং বরজ নষ্ট করে দেওয়ার হুমকি দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যপারে তরিকুল ইসলাম তরিককে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top