অডিশনের প্রথম দিন যেমন ছিলেন সালমান, রণবীর, আলিয়া ও আনুষ্কারা

S M Ashraful Azom
অডিশনের প্রথম দিন যেমন ছিলেন সালমান, রণবীর, আলিয়া ও আনুষ্কারা

সেবা ডেস্ক: সালমান খান, রণবীর সিং, আলিয়া ভাট, আনুষ্কা শার্মারা এখন ভারতের সিনেমা ইন্ডাষ্ট্রি বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী। তবে গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় মুগ্ধ মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে যখন তাঁরা বলিউডে এতটাও প্রতিষ্ঠিত হননি, সেই শুরুর দিনগুলো কেমন ছিল এই তারকাদের।

সালমান খান, রণবীর সিং, আলিয়া ভাট, আনুষ্কা শার্মা, কৃতি শ্যাননদের মধ্যে সালমান এবং আলিয়া ছাড়া প্রায় সবাই সাধারণ পরিবার থেকেই উঠে আসা। তবে সেলিম খানের ছেলে হওয়ার দৌলতে সালমান খানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচিতি ছিল, আবার পরিচালক বাবা মহেশ ভাটের মেয়ে হওয়ার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিছুটা হলেও পরিচিত ছিলেন আলিয়া ভাট। তবে শুরুর দিকে সেই সুপারস্টার সালমান থেকে আলিয়া, সকলকেই অডিশন দিতেই হয়েছে। কেমন ছিল আলিয়া, রণবীর, আনুষ্কা, কৃতিদের শুরুর দিনগুলি? সম্প্রতি ইউটিউবে উঠে এসেছে এই তারকাদের অডিশনের দিনগুলি।

সালমান খান

আজ তিনি বলিউডের 'ভাইজান', সুপারস্টার, তবে কেরিয়ারের শুরুতে অডিশন দিতে হয়েছিল সালমান খানকেও।

রণবীর সিং

অডিশনের দিন রণবীরকে দেখে হেসে লুটোপুটি খেয়েছিলেন অনেকেই...।

অনুষ্কা শর্মা

রাজকুমার হিরানির ছবি 'থ্রি ইডিয়টস'-এর জন্য অডিশন দিয়েছিলেন আনুষ্কা শর্মা, যেকথা রাজকুমার হিরানি, আমির খান প্রায় কেউই জানতেন না, পরে আনুষ্কা সেই অডিশনের ভিডিও তাঁদের দেখান।

আলিয়া ভাট

আলিয়ার বয়স তখন মাত্র ১৭, অডিশনে 'বাহারা' গানের সঙ্গে তাঁকে নাচতে দেখে পছন্দ হয় করণ জোহরের। 'ওয়েক আপ সিড'-এর আয়েষা চরিত্রের জন্য অডিশন দিতে দেখা যায় আলিয়াকে।

কৃতি শ্যানন

সিনেমার জন্য কৃতি শ্যাননের দেওয়া প্রথম অডিশনের ভিডিয়ো উঠে এসেছে ইউটিউবে।

হয়ত আজ আর সলমন, রণবীর, আলিয়াদের কোনও ছবির জন্য অডিশন দেওয়ার প্রয়োজন হয় না, তবে তাঁদের কেরিয়ারের শুরুর দিকটা এতটাও মসৃন ছিল না।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top